বান্দরবান সরকারি মহিলা কলেজে টোটাল ফিটনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত টোটাল ফিটনেস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ রেয়াজুল হক এবং রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক মোহাম্মদ আকছানুল হক । অনুষ্ঠানে অধ্যক্ষ ড. মোহাম্মদ রেয়াজুল হক তার বক্তব্যে মেডিটেশনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে শিক্ষার্থীদেরকে মেডিটেশন করার আহ্বান জানান। ১৫০ জন শিক্ষার্থীর উপস্থিততে এ অনুষ্ঠানে টোটাল ফিটনেস অর্জনের গুরুত্ব এবং টোটাল ফিটনেস অর্জনে মেডিটেশনের ভূমিকা নিয়ে আলোচনা করা হয় । আলোচনা শেষে শিক্ষার্থীরা ভালো মানুষ ভালো দেশ মেডিটেশনে একাত্ম হয়। আলোচনা করেন বান্দরবান সেলের আর্ডেন্টিয়ার তাহিয়া এহসান উপমা। আরো উপস্থিত ছিলেন বান্দরবান সেলের অর্গানিয়ার মো: এহসানুল করিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি মহিলা কলেজের শিক্ষক এবং বান্দরবান সেলের দায়িত্বশীল জনাব অজয় বড়ুয়া। অনুষ্ঠান শেষে অনেক শিক্ষার্থী বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষে প্রকাশিত বিশেষ বুলেটিন সংগ্রহ করেন ।