চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইশ ইউনিয়নের সরওয়ার বাজার এলাকায় ২৯ মে (বুধবার) রাত আনুমানিক সাড়ে আটটার সময় ধান চোর সন্দেহে গণপিটুনিতে এক লেগুনা পিকআপ চালকের মৃত্যু হয়েছে ।
বিষয়টি নিশ্চিত করে আমিলাইশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরী বলেন, ক্ষেত থেকে ধান মাড়াই করার পর শুকানোর জন্য রাস্তার পাশে রাখা হয়েছিল, তবে পূর্বে ধান চুরি হওয়ার কারণে পাহারা দিচ্ছিলো লোকজন এমন সময় পিকআপে ধানের বস্তা তুলতে দেখে এলাকাবাসী এগিয়ে আসলে পিছনে থাকা চোরের দল পালিয়ে গেলে পিকআপ চালককে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
গণপিটুনিতে নিহত পিকআপ চালক মোহাম্মদ মহিউদ্দিন (৩২) উপজেলার ছদাহা ইউনিয়নের ১নং ওয়ার্ড সরদার পাড়া এলাকার লম্বা কালুর বাড়ির আলি আহামদের বড় ছেলে বলে জানা গেছে।
নিহতের পিতা আলি আহামদ বলেন,১৭ দিন আগে আমার ছেলের জন্য বউ এনেছি এখনো মেহেদীর রঙ শুকায়নি এরই মাঝে আমার ছেলেটাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আমার ছেলে পিকআপ চালায়, কে বা কাহারা মাগরিবের পর ধান আনতে হবে বলে আমার ছেলের গাড়িটা ভাড়া করে নিয়ে যায়, এশার নামাজের পর আমিলাইশ থেকে ফোন করে বলা হয় এখানে গাড়ির পাশে লাশ পড়ে আছে।
সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, আমিলাইশ সরওয়ার বাজার এলাকায় পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের নির্মাণাধীন ভবনে স্থানীয় লোকজন ধান কেটে শুকানোর জন্য রেখেছিলেন। এক সপ্তাহ পূর্বেও সেখান থেকে ২০ বস্তা ধান চুরি হয়েছিল।
এরই পরিপ্রেক্ষিতে তাঁরা পাহারা বসিয়েছিলো এমতাবস্থায় চোরের দল ৫ বস্তা ধান গাড়িতে তুলে এসময়ে পাহারায় থাকা লোকজন এগিয়ে আসলে চোরের দল পালিয়ে যায়। পরে গাড়িতে থাকা চালককে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।
এমনটাও হতে পারে, হয়ত চালককে ভাড়া করে নিয়ে আশা হয়েছে এবিষয়ে সে না জানতে পারে, অথবা জড়িতও থাকতে পারে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বলা যাবে বলে ও জানান তিনি।