1. info@www.sristytv.com : NEWS TV : NEWS TV
  2. info@www.sristytv.com : Sristy TV :
শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০১:৩৬ অপরাহ্ন

পিওসিল কন্ট্রাক্টর এসোসিয়েশনের সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন

সুমন চক্রবর্ত্তী
  • প্রকাশিত: বুধবার, ২২ মে, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড কন্ট্রাক্টর এসোসিয়েশনের ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

গত ২০ মে চট্টগ্রামের সদরঘাটে পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড  কন্ট্রাক্টর এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সাধারণ সদস্যগণের সর্বসম্মতিক্রমে তিন বছর মেয়াদি ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এস এ ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী আরিফ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এস.এইচ কর্পোরেশনের স্বত্বাধিকারী মোঃ সাজ্জাদ হোসেন ।

এছাড়াও নতুন কমিটিতে প্রধান উপদেষ্টা  পদে  দি নেক্সট জেনেরেশন গ্রাফিক্স লিঃ এর স্বত্বাধিকারী মোঃ সাদেকুর রহমান (ঢাকা), সিঃ সহ-সভাপতি  পদে এ কাউছার এন্ড কোং এর স্বত্বাধিকারী আনিসুর রহমান (আশুগঞ্জ),সহ-সভাপতি-১  পদে লাকী এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী সামসুল ইসলাম, সহ-সভাপতি -২ পদে স্টার ইঞ্জিনিয়ারিং এর স্বত্বাধিকারী কৃতিমান শাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক -১ পদে নেটপ্রো সিস্টেম এর স্বত্বাধিকারী এস কে ভূট্টো, যুগ্ম-সাধারণ সম্পাদক-২  পদে ইসলাম এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী আতাউর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক -১  পদে এইচ.ট্রেডিং কর্পোরেশন এর স্বত্বাধিকারী মোঃহাসান, সাংগঠনিক সম্পাদক -২  পদে ইসমাম ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী মোঃ ইফতেখার, দপ্তর সম্পাদক  পদে সুদর্শন এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ তুহিন মির্জা (ঝালকাঠী), অর্থ সম্পাদক  পদে লোকমান এন্ড ব্রাদার্স এর স্বত্বাধিকারী মোঃ লোকমান,ধর্মীয় সম্পাদক  পদে রিফাত এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ করিম, সমাজ সেবা সম্পাদক  পদে তাহেরিয়া এন্ড হার্ডওয়্যার এর স্বত্বাধিকারী মোঃ মোসাইদ (সিলেট),সদস্য -১  পদে দি ইলেক্ট্রিফাই এর স্বত্বাধিকারী অর্পন বাবু, সদস্য-২  পদে হেলাল এন্ড ব্রাদার্স এর স্বত্বাধিকারী রোকন উদ্দিন (নারায়নগঞ্জ),সদস্য-৩  পদে মোঃ ফারুক (খুলনা),সদস্য-৪ পদে বিকাশ শীল, সদস্য-৫ পদে মোঃ নয়ন নির্বাচিত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© 2024 - sristy tv. All Rights Reserved.