1. info@www.sristytv.com : NEWS TV : NEWS TV
  2. info@www.sristytv.com : Sristy TV :
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১২:৪৪ পূর্বাহ্ন

কাট্টলীর আলোর উদ্দ্যেগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৮৮ বার পড়া হয়েছে

আসন্ন রমজানে কাট্টলীর আলোর আয়োজনে আগামী ২৮ শে এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ২০২৪।  ১৫ টিরও বেশি মাদ্রাসা প্রতিষ্ঠানের ১৮ বছরের কম বয়সী হাফেজরা এতে অংশ গ্রহণ করবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

সোমবার (১ এপ্রিল ) বেলা ১১টায় আয়োজক কমিটির  এক বিবৃতিতে এ প্রতিযোগিতার কথা জানানো হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ ইমাম উদ্দিন জানান, সুনামধন্য সকল মাদ্রাসা প্রতিষ্ঠান গুলোকে আমন্ত্রণ জানানো হচ্ছে। কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার মধ্যদিয়ে আমাদের সংগঠনের এই বছরের প্রথম আয়োজনের প্রস্তুতি চলছে। পরবর্তীতে আরো বেশ কিছু ইসলামিক বিষয়ে প্রোগ্রাম করার আশা ব্যক্ত করেন । তিনি আরো জানান প্রত্যেক মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে ১০ থেকে ১৫ জন প্রতিযোগী অংশ গ্রহন করার সুযোগ থাকবে। বিজ্ঞ বিচারক মন্ডলী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে প্রত্যেক প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে ।

কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ২০২৪ কাট্টলীর আলো সংগঠনের ১ম ইসলামিক প্রোগ্রাম। ২০২১ সাল থেকে সংগঠনটি বিভিন্ন সামাজিক কাজের মধ্য দিয়ে সুনাম অর্জন করে আসছে । তরুণ প্রজন্মকে মাদক ও অন্যান্য অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার পাশাপাশি ধর্মীয় বিষয়ে আগ্রহী করা চেষ্টা করে আসছে সংগঠনটি ।

এই কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ২০২৪  এর মিডিয়া পার্টনার হিসেবে থাকবেন-  দৈনিক সকালের সময় ।

আগ্রহী প্রতিযোগীরা ০১৮৬৯-৯৯০৮৭০ নাম্বারে যোগাযোগ করে নিবন্ধন করতে পারবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 2024 - sristy tv. All Rights Reserved.